
গুজরাটে ভেঙে পড়া উল্কার রহস্য উন্মোচন করল বিজ্ঞানীরা
ইভিএম নিউজ ব্যুরো,১৬ ফেব্রুয়ারিঃ সাধারণত আমরা মহাকাশ থেকে খসে পড়া উল্কাকে বায়ুমণ্ডলে বিলীন হয়ে যেতে দেখতে পাই। কিন্তু ২০২২ সালের ১৭ ই অগস্টে ২০০ গ্রাম ওজনের একটি নরম উল্কাপিণ্ড গুজরাটের রাভেল গ্রামের একটি নরম কৃষি জমিতে সজোরে আছড়ে পড়েছিল।এরপর সেই উল্কা পিণ্ডটি গবেষণার জন্য নিয়ে যান ফিজিক্যাল রিসার্চ ল্যাবরেটরির বিজ্ঞানীরা। গবেষণাগারে পরীক্ষা করার পর বিজ্ঞানীদের বিশ্লেষণ, উল্কাটিতে আউব্রিটের বিশেষ নমুনা