
আইএসএলে প্রথম জয় মহমেডানের
ব্যুরো নিউজ ২৭ সেপ্টেম্বর: মহমেডান স্পোর্টিং ক্লাব অবশেষে আইএসএলে তাদের প্রথম জয় পেয়েছে। এই মৌসুমে কলকাতার জাতীয় তিনটি ক্লাব—মোহনবাগান সুপার জায়ান্ট, ইস্টবেঙ্গল এবং মহমেডান— আইএসএল খেলছে । মহমেডান, যারা আইলিগ জিতে আইএসএলে প্রবেশ করেছে, বৃহস্পতিবার চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে জয়ী হয়। চান্দু চ্যাম্পিয়ন: নভদীপ সিংয়ের অনুপ্রেরণা ১৩৩ বছরের ইতিহাসে আইএসএলে প্রথম জয় ম্যাচের ৩৯ মিনিটে লালরেমসঙ্গা ফানাই একমাত্র গোলটি