
রেশন দোকানেই ব্যাঙ্ক! টাকা জমা-তোলা থেকে আর কী কী করা যাবে?
রাজীব ঘোষ, ১৫ সেপ্টেম্বর: রেশন দোকানেই ব্যাঙ্ক! টাকা জমা-তোলা থেকে আর কী কী করা যাবে? দেশজুড়ে রেশন দোকানের ক্ষেত্রে বিরাট বদল আনতে চলেছে কেন্দ্রীয় সরকার। আর এই পরিবর্তনের ফলে বহু পরিষেবা মিলবে শুধুমাত্র রেশন দোকান থেকেই। এমনিতে রেশন দোকান বলতে আমরা বুঝি, রেশন কার্ডের ক্যাটাগরি অনুযায়ী রেশন ডিলারের কাছ থেকে নির্দিষ্ট দিনে নামমাত্র মূল্যে বা বিনামূল্যে খাদ্যশস্য সংগ্রহ করে আনা।