
আবারও সাগরে ডুবল ট্রলার, নিরাপদে উদ্ধার মৎসজীবীরা
ইভিএম নিউজ ব্যুরো, ২৮ জুলাইঃ (Latest News) শুরু হয়েছে ইলিশের মরশুম। মৎস্যজীবীদের জালে উঠে আসছে টনটন ইলিশ। গত দু’বছর তেমনভাবে ইলিশের দেখা মেলেনি কিন্তু এবছর মা গঙ্গা যেন মুখ তুলে চেয়েছে মৎস্যজীবীদের দিকে। মৎস্যজীবীদের জালে ধরা পড়ছে টনটন ইলিশ। বৃহস্পতিবার ইলিশের খোঁজে আট জন মৎস্যজীবীদের নিয়ে গঙ্গাসাগর থেকে মা শীতলা নামে একটি ট্রলার বঙ্গোপসাগরে পাড়ি দিয়েছিল। মাছ ধরার সময় ঘটল