
২০ ফুট উঁচু গোপালের মূর্তির আরাধনা নদীয়ার শান্তিপুরে, মৃৎশিল্পী ছাড়াই তৈরি হয় ২০ ফুটের গোপালের মূর্তি
মাধব দেবনাথ, নদীয়া ৯ মার্চঃ মৃৎশিল্পী ছাড়াই প্রায় ২০ ফুটের গোপালের মূর্তির আরাধনা হল নদীয়ার শান্তিপুরে। এলাকাবাসীর উদ্যোগে প্রতি বছর তৈরি হয় বিশাল প্রতিমা, যা পূজিত হয়ে আসছে বিগত ৭ বছর ধরে। নদীয়ার শান্তিপুরের ফটক পড়া এলাকায়।পাশেই আছে শান্তিপুর চাঁদনী পাড়া, সেখানেও আরাধনা হয় বিশাল গোপালের মূর্তির। সেই প্রতিমার উচ্চতা প্রায় ১৫ ফুট। এই বিশাল গোপালের মূর্তির আরাধনা হয়ে আসছে