
কলকাতায় প্রথম হাইপারবারিক
ইভিএম নিউজ ব্যুরো, ২৩ জুলাইঃ (Latest News) অক্সিজেন থেরাপি সেন্টার অর্থাৎ HBOT– র উদ্বোধন হল শনিবার। ঠিকানা ৪ সি গোপাল ব্যানার্জি রোড, কলকাতা-২৫। হরিশ মুখার্জি রোডে হরিশ পার্কের প্রান্তে অবস্থিত এই অক্সিজেন থেরাপি সেন্টার শহরের নাগরিকদের পাশাপাশি সমগ্র পূর্ব ভারতের নাগরিকরা উপকৃত হবেন এই অক্সিজেন থেরাপি সেন্টার এর মাধ্যমে। এই কেন্দ্রের উদ্বোধন করেন প্রখ্যাত ফাংশনাল মেডিসিন প্র্যাকটিশনার পূজা কারনানি আগরওয়াল।





















