
আই এস এল টুর্নামেন্টে ফের হার এটিকে মোহনবাগানের
অরূপ পাল, ১৫ ফ্রেব্রুয়ারিঃ আই এস এল টুর্নামেন্টে ফের হার এটিকে মোহনবাগানের। মঙ্গলবার অ্যাওয়ে ম্যাচে তারা শুন্য এক গোলে হারালো হায়দরাবাদ এফসির কাছে। প্রথম পর্বে ঘরের মাঠে যুবভারতী ক্রীড়াঙ্গনে ও এক গোলে হার মানতে হয়েছিল সবুজ মেরুন শিবির কে। বদলার ম্যাচেও জয় পেল না জুয়ান ফেরেন্দোর দল। প্রথমার্ধে কোনো গোল হয়নি। দ্বিতীয়ার্ধে প্রাধান্য থাকলেও কাজের কাজ অর্থাৎ গোল পায়নি মোহনবাগান।




















