
মানসিকভাবে ভারসাম্যহীন সন্তানের চিকিৎসায় বৃদ্ধা মা
ইভিএম নিউজ ব্যুরো, ২৮ জুলাইঃ (EVM News) আবারও চুড়ান্ত অমানবিক চিত্র দেখা গেল হুগলীর ব্যান্ডেল পোলবা ব্লকের রাজহাট অঞ্চলের কাজিডাঙ্গা হলুদ ফুল এলাকায়। কাজল পাল নামে ৫০ বছরের এক মানষিক ভারসাম্যহীন ব্যাক্তিকে দীর্ঘদিন ধরে পায়ে চেন দিয়ে বেঁধে রাখা হয়েছে। হয়তো সামান্য চিকিৎসায় ওই ব্যক্তি সুস্থ হয়ে যেতে পারত। কিন্তু আর্থিক অভাবে বৃদ্ধা মা তার চিকিৎসা করাতে পারেনি। যদিও কাজলের