শক্তিশালী 6,000mAh ব্যাটারি সহ মার্কেটে লঞ্চ করতে চলেছে Honor X7b 5G! কী প্রসেসর থাকবে এই হ্যান্ডসেটে?
ব্যুরো নিউজ, 5 এপ্রিল: সম্প্রতি Honor এর তরফে Honor X7b 5G মডেলের স্পেসিফিকেশনগুলি অফিসিয়াল তালিকার মাধ্যমে প্রকাশ্যে আনা হয়েছে। হ্যান্ডসেটটি Honor X7b 4G-এর একটি দামী ভেরিয়েন্ট হিসাবে মার্কেটে আসবে। যেটি 2023 সালের ডিসেম্বর মাসে লঞ্চ করেছিল। এবার লঞ্চ করা হবে Honor X7b 5G। চলুন দেখে নেওয়া যাক Honor X7b 5G মডেলের ফিচারসগুলি। এবার লঞ্চ করা হবে Honor X7b 5G