
অবশেষে দমদমে উদ্ধার করা হল ১১ ফুটের ব্রিটিশ কামান
ইভিএম নিউজ ব্যুরো, ৬ এপ্রিলঃ অবশেষে সফল হল প্রচেষ্টা। দমদমের সেন্ট্রোল জেল মোড় রোডের কাছ থেকে ব্রিটিশ আমলের কামানটি উদ্ধার করল সিইএসসি(CSC)। উদ্ধার হওয়া কামানটির দৈর্ঘ্য প্রায় ১১ ফুটের কাছাকাছি। আর যা দেখে উৎসাহিত সাধারণ মানুষ। উল্লেখ্য, গত ১৫ মার্চ থেকে রাজ্য সরকারের অ্যাডমিনিস্ট্রেটর জেনারেল এবং অফিশিয়াল ট্রাস্টি বিপ্লব রায়ের নেতৃত্বে ঐ কামান তোলার চেষ্টা করা হয়েছিল। অনুমান করা হচ্ছে,
 
				 
								 
								 
								









 
								
 
								 
								









