
হিলিতে অবৈধ চোরাচালান বন্ধ করা নিয়ে দু-দেশের সীমান্তে গার্ড পরিকল্পনার বৈঠক
ইভিএম নিউজ ব্যুরো, ৯ জুনঃ (Latest News) হিলিতে অবৈধ চোরাচালান বন্ধ ও সীমান্ত গার্ড পরিকল্পনা নিয়ে হিলি সীমান্ত পরিদর্শনে এলেন বর্ডার গার্ড বাংলাদেশের মহা পরিচালক মেজর জেনারেল একেএম নাজমুল হাসান। রবিবার দুপুর একটা নাগাদ হিলি চেকপোস্টে এসে পৌঁছান বর্ডার গার্ড বাংলাদেশের পদস্থ আধিকারিকরা। যাদের অভ্যর্থনা জানাতে হাজির ছিলেন বিএসএফের রায়গঞ্জ সেক্টরের ডিয়াইজি কুলবন্ত শর্মা, রায়গঞ্জ সেক্টরের কমানডেন্ট বিপিন কুমার, ৬১