
বাবা হতে চলেছেন হ্যারি পটার
ইভিএম নিউজ ব্যুরো, ২৭ মার্চঃ নব্বইয়ের দশকে ছেলেমেয়েদের কাছে হ্যারি পটার নিয়ে নতুন করে কিছু বলার প্রয়োজন পড়ে না। ছেলেবেলার স্মৃতি আজও যেন ভেসে উঠে সকলের মনে। সবার প্রিয় হ্যারির চরিত্রে অভিনয় করা ড্যানিয়েল র্যাডক্লিফের পরিচয় আর আলাদা করে দেওয়ার কিছুই নেই। এবার হ্যারির ঘরে আসতে চলেছে নতুন সদস্য। বড়পর্দায় ভক্তদের মন জয় করলেও ব্যক্তিগত জীবনকে কখনোই সামনে আনেননি হ্যারি।