
স্ত্রীর সামনে স্বামীকে কুপিয়ে, পলাতক প্রতিবেশী
মাধব দেবনাথ, নদীয়া: স্ত্রীর সামনেই স্বামীকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে খুন করে পালিয়ে গেল এক দুষ্কৃতী। ঘটনাটি ঘটেছে নদীয়ার হাসখালি থানার বেনালি এলাকায়। এলাকা জুড়ে বসানো হয়েছে পুলিশ পিকেট। পুলিশ সূত্র জানিয়েছে, মৃত রাজমিস্ত্রির নাম শিফুল মন্ডল, বয়স আনুমানিক ৫০ বছর, পেশায় রাজমিস্ত্রির কাজ করেন। স্ত্রী মিনতি মণ্ডলের অভিযোগ গতকাল রাত্রি আটটা নাগাদ প্রতিবেশী প্রশান্ত বিশ্বাস নামে এক যুবক




















