
জন্মদিনে নিজের চুল উপহার দিয়ে ক্যান্সার আক্রান্তদের পাশে দাঁড়াল ছোট্ট অদ্রিজা
ইভিএম নিউজ ব্যুরো, ১ লা এপ্রিলঃ কথায় আছে, “নারীর কেশেই বেশ”। তবে মারণ রোগে সেই চুল হারাতে হয় অনেক নারীকেই। আর এই সমস্ত নারীদের পাশে এগিয়ে এল বাঁকুড়া শহরের কাটজুড়িডাঙ্গার বছর এগারোর অদ্রিজা নন্দী। নিজের জন্মদিনে চুল কেটে উপহার দিল ক্যান্সার রোগীদের জন্য ছোট্ট অদ্রিজা। এ যেন আক্কেবারে অন্যরকম জন্মদিন পালন।(Hair Donetion for Cancer Patients) পরিবার সূত্রে জানা গিয়েছে, ২০২১