
চুল লালচে, রুক্ষ? ঘাবড়ে না গিয়ে এই পদ্ধতিগুলি অবলম্বন করুন
ইভিএম নিউজ ব্যুরো,১১ ফেব্রুয়ারিঃ ঘন কালো মোলায়েম চুল কে না ভালোবাসে? এখন অবশ্য সেই কালো রঙের পরিবর্তে বাহারি রঙে চুল রাঙানোটাও, কেশবিলাসীর স্টাইল স্টেটমেন্ট হয়ে উঠেছে। এ তো গেল ফ্যাশনের প্রভাবে চুলের রুক্ষ হওয়ার কারণ তবে কিছু ক্ষেত্রে দেখা যায় আপনা থেকেই চুল লালচে ও রুক্ষ হয়ে যাচ্ছে সেক্ষেত্রে ঘাবড়াবেন না, বিশেষজ্ঞরা অবশ্য এটাকে ভয়ের কারণ হিসেবে ধরে না নিয়ে,