
করাচিতে মুম্বই হামলার অন্যতম চক্রীর ‘ছায়াসঙ্গী’ খুন
ব্যুরো নিউজ, ২ অক্টোবর: করাচিতে মুম্বই হামলার অন্যতম চক্রীর ‘ছায়াসঙ্গী’ খুন ২৬/১১ মুম্বই হামলার অন্যতম চক্রী হাফিজ সৈয়দ। প্রথমে নিখোঁজ হয় হাফিজ পুত্র কামালউদ্দিন। এরপরই পাকিস্তানের করাচিতে প্রকাশ্যে রাস্তায় গুলি করে খুন করা হয় হাফিজ ঘনিষ্ঠ লস্কর জঙ্গি মুফতি কায়সর ফারুক। গোয়েন্দাদের ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় ছিল এই মুফতি জঙ্গির নাম। মোদীর কড়া পদক্ষেপ | ভারত থেকে UNMOG কে ‘ঝেঁটিয়ে’ বিদায় জানা