
ভারতের ভূস্বর্গে ‘গ্লাস ইগলু রেস্তোরাঁ’
ইভিএম নিউজ ব্যুরোঃ সাদা ধরবধবে বরফে ঢাকা উপত্যকা, তার মাঝে স্বচ্ছ কাঁচে ঘেরা ডোম থুড়ি, ইগলু । তবে চাইলেও এই তে থাকা যাবে না বরং, বসে পেট পুজো করার পুরোদস্তুর আয়োজন থাকবে এই গ্লাস ঈগলুর ভিতর। এর ইগলুতে ভিতর বসে গরম কাওয়ায় চুমুক দিতে দিতে উপভোগ করা যাবে উপত্যকার বরফ ঘেরা সৌন্দর্য ৷ উত্তর কাশ্মীরের বারামুল্লার গুলমার্গে বরফের মাঝে এমনই