
রাজ্যপালকে কড়া বার্তা রাজ্যের
ব্যুরো নিউজ, ৫ এপ্রিল: রাজ্যের সাংবিধানিক প্রধান ও প্রশাসনিক প্রধানের মধ্যে সংঘাত ক্রমশ তীব্র হচ্ছে। বৃহস্পতিবারই শিক্ষামন্ত্রীকে মন্ত্রীসভা থেকে সরানো সুপারিশ করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এরপরই রাজ্যপাল রাজ্যসরকারের সীমারেখা উল্লেখ করে যে রিপোর্ট কার্ড পাঠিয়েছিল তার জবাবে রাজ্যপালকে পাল্টা চিঠি দিল রাজ্য সরকার। সেখানে রাজ্যপালের এক্তিয়ার উল্লেখ করে বলা হয়েছে, ‘আচার্য তথা রাজ্যপাল বিধিবহির্ভূতভাবে রাজ্যের উচ্চ শিক্ষাকে ধ্বংস করছেন।