
ফাইবারের সরস্বতী
সামনেই বাঙালির ভেলেন্টাইন ডে। অর্থাৎ সরস্বতী পুজো । হাতে গোনা কয়েকটা দিনের অপেক্ষা। দূর্গা প্রতিমার মতোই এবার বিদেশ পাড়ি দিতে চলেছে ফাইবারের সরস্বতী। হাওড়ার সাঁতরাগাছির গৌরব পালের হাতে তৈরি ওই ফাইবারের সরস্বতী। সূত্রের খবর ,অস্ট্রেলিয়া থেকে বায়না পান ওই ব্যক্তি। বায়না পাওয়ার তিন দিনের মধ্যে মূর্তিটি তৈরি করেন গৌরববাবু। মূর্তির ওজন তিন কেজি। উচ্চতা প্রায় তিন ফুটের কাছাকাছি। ইতিমধ্যেই মূর্তিটিকে