
জলের দামে সোনা বিক্রি, শিলিগুড়িতে অভিনব প্রতারণায় ধৃত ২ রিকশাচালক
ইভিএম নিউজ ব্যুরোঃ বিস্কুটের দামে সোনা বিক্রি সওয়ারিদের, অভিনব প্রতারণার অভিযোগে গ্রেফতার রিকশাচালক। রাস্তায় ইদানিং পড়ে থাকতে দেখা যাচ্ছিল সোনার বিস্কুট। আর সেটা শুধুমাত্র রিকশা চালকদেরই নজরে পড়ছিল। সেই সোনার বিস্কুট কুড়িয়ে জলের দামে সওয়ারিদের কাছে বিক্রি করছিলেন কয়েকজন রিক্সা চালক। ঘটনায় রীতিমত শোরগোল পড়ে গিয়েছিল। জলের দামে সোনা পেয়ে সেগুলি কিনেও নিচ্ছিলেন রিক্সায় ওঠা সওয়ারিরা। আর বাড়ি গিয়ে তাঁরা