
পঞ্চায়েত নির্বাচনের প্রাককালে মূর্শিদাবাদে গোষ্ঠী কোন্দলে জেরবার তৃণমূল
সংকল্প দে, ১২ জুনঃ (Latest News) ইতিমধ্যে পঞ্চায়েত নির্বাচন ঘোষণা হয়ে গিয়েছে। পঞ্চায়েত নির্বাচন ঘোষণা হবার পরও কমতেই চাইছে না গোষ্ঠীর কোন্দল মুর্শিদাবাদ জেলার ভরতপুর ২ নম্বর ব্লক জুড়ে। বরাবরই ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর জেলার বুকে বিতর্কিত নেতা। তবে ভোট ঘোষণা হবার পরও হুমায়ূনের পিছু ছাড়তে চাইছে না বিতর্কিত তকমা। রবিবার মুর্শিদাবাদ জেলার সালার ব্লক সভাপতিকে ছাড়াই ৪১ জনের নির্বাচনী