
মকর স্নান উপলক্ষে কপিলমুনির আশ্রম সহ বক্রেশ্বরে পুন্যার্থীদের ঢল
ব্যুরো নিউজ, ১৫ জানুয়ারি: মকর স্নান উপলক্ষে কপিলমুনির আশ্রম সহ বক্রেশ্বরে পুন্যার্থীদের ঢল কথায় আছে ‘সব তীর্থ বার বার, গঙ্গা সাগর একবার’। আসল কথা হলো, এক সময় গঙ্গাসাগরে কপিলমুনির আশ্রমে যাতায়াতের ব্যবস্থা ছিল খুবই কঠিন। পরে সময়ের সঙ্গে সঙ্গে জল পরিবহনের ব্যাপক উন্নতি হয়। ফলে এখন কিন্তু গঙ্গাসাগর যাত্রা অনেক সহজ হয়ে গিয়েছে। এবারের মকর স্নান আসন্ন। সংসার চালাতে তাপসীর