
বন্ধুত্বের প্রতীক: রাশিয়া দিবস উপলক্ষে রুশ পতাকার রঙে সেজে উঠল কুতুব মিনার।
ব্যুরো নিউজ ১৯ জুন : ১২ই জুন রাশিয়া দিবস উপলক্ষে কূটনৈতিক সৌহার্দ্যের এক প্রাণবন্ত প্রদর্শনীতে ভারতের ঐতিহাসিক স্থাপত্য কুতুব মিনার রুশ পতাকার রঙে সেজে উঠেছিল। এই ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থানটি লাল, নীল এবং সাদা রঙে ঝলমল করছিল, যা রুশ জাতীয় পতাকার প্রতীকী রঙ। এটি দর্শক এবং পথচারী উভয়েরই দৃষ্টি আকর্ষণ করে এবং প্রশংসিত হয়। বর্ণিল আলোকসজ্জা: এক গভীর শ্রদ্ধাজ্ঞাপন এই বর্ণিল