
দ্বিতীয় আইপিএল ফ্র্যাঞ্চাইজিদের নাম প্রকাশ
মেয়েদের আইপিএল নিয়ে এবার সাড়া পড়তে চলেছে। ফ্র্যাঞ্চাইজিদের নাম প্রকাশ করল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। রোহিত, কোহলি, সামি, সিরাজদের জনপ্রিয় আইপিএলের মতোই হরমনপ্রীতদের এই টি-টোয়েন্টির আসরও উত্তেজক হতে চলেছে। বিসিসিআই ভারতের এই দ্বিতীয় আইপিএল-এর ফ্রাঞ্চাইজি দলের নিলাম থেকে ইতিমধ্যেই ব্যাপক মুনাফা করেছে বলে বোর্ড সূত্রে খবর। খেলবে দিল্লি,মুম্বই, আমেদাবাদ ,লখনউ ও বেঙ্গালুরু। তবে কলকাতার কোনো দল নেই এই আইপিএলে। ১২৮৯