
সেমিফাইনালের দ্বিতীয় লীগে ‘দু’গোলের চ্যালেঞ্জ’ মোহনবাগানের
ব্যুরো নিউজ,৭ এপ্রিল: মোহনবাগান সুপার জায়ান্টের অস্ট্রেলীয় স্ট্রাইকার জেমি ম্যাকলারেন বলেছেন, সেমিফাইনালের প্রথম লেগে হার তাদের লক্ষ্য থেকে একটুও টলিয়ে দেয়নি। বরং সেই হার তাদের আরও সতর্ক ও দৃঢ়প্রতিজ্ঞ করেছে। আজ, সোমবার, যুবভারতী ক্রীড়াঙ্গনে জামশেদপুর এফসি-র বিরুদ্ধে সেমিফাইনালের দ্বিতীয় লেগে মাঠে নামবে সবুজ-মেরুন বাহিনী। তাদের লক্ষ্য, অন্তত দু’গোলের ব্যবধানে জয়লাভ করা, যাতে ফাইনালে ওঠার পথ প্রশস্ত হয়। Today petrol price: