
বঙ্গ ছাড়িয়ে এবার আমেরিকাতে পাড়ি দিল নয়াবাজারের দই
ইভিএম নিউজ ব্যুরো, ২২ মেঃ ( Latest News) বঙ্গ ছাড়িয়ে এবার আমেরিকাতে পাড়ি দিল নয়াবাজারের দই। বাঙালি যে ভোজনরসিক তা কারোরই অজানা নয়। খাবারটা যদি মিষ্টি দই হয় তাহলে তো আর কথাই নেই। আর তাই বাঙ্গালির মন আগেই জয় করেছে দক্ষিণ দিনাজপুর জেলার নয়াবাজারের দই। তবে এবার সাত সমুদ্র তেরো নদী পার হয়ে এই দই পাড়ি দিয়েছে সুদূর প্রবাসে। এই