
পোগবাকে নিয়ে ধন্দে এটিকে-মোহনবাগান! সমর্থকদের পছন্দ তিরি
ইভিএম নিউজ ব্যুরো, ১০ জানুয়ারিঃ চলতি মরশুমে আনফিট ফ্লোরেন্টিন পোগবাকে সই করিয়ে যথেষ্ট সমস্যায় পড়তে হয়েছে এটিকে-মোহনবাগানকে । সমর্থকদের হতাশ করে টুর্নামেন্টের মাঝপথেই দেশে ফিরে যেতে হয়েছিল বর্ষীয়ান এই মিডফিল্ডারকে। সম্প্রতি পোগবার করা একটি ইনস্টাগ্রাম পোস্ট ঘিরে তৈরি হয়েছে জোর জল্পনা । ছবিতে এটিকে-মোহনবাগানের জার্সি জড়িয়ে অনুশীলন করতে দেখা গিয়েছে তাঁকে। তবে কি চলতি মরশুমেই প্রত্যাবর্তন ঘটতে চলেছে এটিকে-মোহনবগানে ?