
শুনানি চলাকালীন আদালতে আগুন | ধোঁয়ায় ভরলো চারদিক
ব্যুরো নিউজ, ১৪ ডিসেম্বর: শুনানি চলাকালীন আদালতে আগুন | ধোঁয়ায় ভরলো চারদিক আদালতে চলছে শুনানি, সওয়াল জবাব চলছে দুই পক্ষের, সেই সময়েই ভয়ঙ্করকাণ্ড! দাউ দাউ করে জ্বলছে আগুন। ধোঁয়ায় ভরে গিয়েছে চারদিক। এজলাস চলাকালীন এমন কালো ধোঁয়া নজরে আসতেই চাঞ্চল্য ছড়ায় দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর মহকুমা আদালত-সহ গোটা চত্বরে। পার্লামেন্টে হানা: সাসপেন্ড ১৫ বিরোধী সাংসদ এই অবস্থায় হুড়োহুড়ি পড়ে যায় আদালতের