
FIFA World Peace Prize ! : ‘নোবেল’ দুধের স্বাদ ‘ফিফা শান্তি পুরস্কার’-এর ঘোলে মেটালেন ট্রাম্প? নেপথ্যে ‘ডিল’-এর গন্ধ!
ব্যুরো নিউজ, ০৯ই ডিসেম্বর ২০২৫ : দীর্ঘদিনের আকাঙ্ক্ষিত নোবেল শান্তি পুরস্কার (Nobel Peace Prize) অধরা রইলেও, অবশেষে ‘বিশ্বশান্তি’র স্বীকৃতি পেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। তবে সেই সম্মান এলো বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা ফিফা-র (FIFA) হাত ধরে। সদ্য চালু হওয়া ‘ফিফা শান্তি পুরস্কার’-এর প্রথম প্রাপক হিসেবে ওয়াশিংটনে ২০২৬ বিশ্বকাপের ড্র অনুষ্ঠানে গোল্ডেন ট্রফি এবং একটি চকচকে মেডেল গলায় ঝুলিয়ে


















