
গোয়ায় দাবানল এ পুড়ছে অরণ্য ক্ষতি বিশেষ হয়নি দাবি প্রশাসনের
গোয়ার পশ্চিম ঘাটের ১১ টি পাহাড় জুড়ে ছড়িয়ে থাকা বনাঞ্চলের একটা অংশ দাউ দাউ করে পুড়ে ছাইয়ে পরিনত হচ্ছে।এই দাবানল বিস্তিন্ন এলাকার কাজু বাগানের ক্ষতি করে চলেছে।আর কিছু দিন এর মধ্যে কাজু চাষিরা ফসল কাটার প্রস্তুতি নিচ্ছিল।এই অগ্নিকাণ্ডে খবর পাওয়ার পরে গোয়ার বনমন্ত্রী বিশ্বজিত রানে বলেছেন “আগুণ নেভানোর জন্য যা যা লাগবে” ব্যবস্থা নেবেন।তবে উদ্ভিদ ও প্রাণীজগত এর তেমন ক্ষতি