
Bihar : বিহার নির্বাচন এক্সিট পোল: বিহারে এনডিএ-র বড় জয়ের আভাস, মহাজোটের প্রত্যাখ্যানে বিতর্ক।
ব্যুরো নিউজ ১১ নভেম্বর ২০২৫ : বিহার বিধানসভা নির্বাচনের দুই দফার ভোটগ্রহণ শেষ হবার পরেই বিভিন্ন বুথফেরত সমীক্ষা বা এক্সিট পোল প্রকাশিত হয়েছে। অধিকাংশ সমীক্ষাতেই বর্তমান ক্ষমতাসীন বিজেপি জেডিইউর জোট জাতীয় গণতান্ত্রিক জোট (NDA)-এর পক্ষে সুস্পষ্ট জয়ের ইঙ্গিত দেওয়া হচ্ছে। ইন্ডিয়া টিভি-ম্যাট্রিজ সংস্থার জরিপ অনুযায়ী, ২৪৩ আসনের বিধানসভায় এনডিএ ১৪৭ থেকে ১৬৭টি আসন নিয়ে সহজেই ক্ষমতা ধরে রাখতে পারে। সরকার




















