
শিয়ালদহে অভিবাদন!যাত্রী স্বাচ্ছন্দে অত্যাধুনিক আরামকক্ষ
ইভিএম নিউজ ব্যুরো, ১৩ ই ফেব্রুয়ারিঃ ট্রেনের অপেক্ষায় আর বিরক্তি প্রকাশ নয়। যাত্রী সুবিধার কথা মাথায় রেখে শিয়ালদহ ষ্টেশনের ১৪ নং প্লাটফর্মের পাশে দোতলায় তৈরি হতে চলেছে অত্যাধুনিক ওয়েটিং লাউঞ্জ। ঝাঁ চকচকে এবং শীততাপ নিয়ন্ত্রিত এই অত্যাধুনিক লাউঞ্জে থাকছে বিশাল আকারের একটি টিভি স্ক্রিন, ম্যাসাজ পার্লার ও বিলাসবহুল বসার জায়গা।এমনকি থাকছে ফুট-স্পা বা ফিশ-স্পায়ের ব্যবস্থাও। শহরের ঐতিহ্যকে সাজ-সজ্জার আকারে তুলে




















