
সংসদ ভবনে বিশৃঙ্খলা | সুর চড়ালেন সিদ্দিকী
ব্যুরো নিউজ, ২৩ সেপ্টেম্বর: সংসদ ভবনে বিশৃঙ্খলা | সুর চড়ালেন সিদ্দিকী সংসদ ভবনে অধিবেশ চলাকালীন য বিশৃঙ্খলা তৈরি হয়েছিল, সেই বিষয়ে এবার সুর চড়ালেন নওসাদ সিদ্দিকী। তিনি বলেন, “মহাসমারোহে নতুন সংসদ ভবনে বিশেষ অধিবেশন। কিন্তু অধিবেশন চলাকালীন এক বিজেপি সাংসদ যেরকম বেনজির, নোংরা, কদর্য ভাষায় আরেক সাংসদকে গালাগাল করলেন সেটা বোধহয় সংসদের ইতিহাসে এই প্রথম”। “আমরা লক্ষ্য করছি বেশ কয়েক