
ছিল কুকুরছানা হয়ে গেল ভল্লুক
ইভিএম নিউজ ব্যুরো, ৩ মার্চঃ বাড়িতে পোষ্য হিসেবে কুকুর কিংবা বিড়াল আমারা অনেকেই পছন্দ করি। বাড়িতে আনি। পোষও মানাই। আসতে আসতে বড়ও করি। আর যদি সেটি হয় সুকুমার রায়ের রুমাল হয়ে গেল বেড়ালের মতো ঘটনা। অর্থাৎ ছোট মিষ্টি কুকুর ছানা ভেবে বাড়িতে আনার পর সেটা যদি হয় বিশাকালার একটি ভাল্লুক। তাহলে একটু হলেও অবাক হবেন তাই না ? যেটি স্বাভাবিক