
বাঁশের ঝুড়ি বিক্রি করে পেট চলে, বিদ্যুতের বিল এল ৫০ হাজার
অরূপ ঘোষ, ঝাড়গ্ৰাম, ২৪ ফেব্রুয়ারিঃ পঞ্চায়েত হোক, বা পুরসভা। লোকসভা হোক বা বিধানসভা। ভোট এলেই রাজ্যের সর্বস্তরের মানুষের উন্নয়নের কানফাটানো প্রচার করতে দেখা যায়, সমস্ত রাজনৈতিক দলকেই। আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে, সেই আপাতত তুঙ্গে তুলেছে এই রাজ্যের শাসকদল। কিন্তু বাস্তবে সেই উন্নয়নের প্রচার মাটিতে থাকা মানুষের কাছে কতটা পৌঁছেছে, তার হাতেগরম প্রমাণ পাওয়া গেল জঙ্গলমহলের বেলপাহাড়ি এলাকার বামুনডিহা গ্রামে। নিতান্ত