
কারা বানিয়েছিল পিরামিড?
ব্যুরো নিউজ, ২০ অক্টোবর: কারা বানিয়েছিল পিরামিড? অনেকেই চান জীবনে একবার অন্তত মিশর ঘুরে দেখতে। আর মিশরের মুল আকর্ষণ হল পিরামিড। এটা অনেকেই মনে করেন যে মিশর বিখ্যাত পিরামিড ক্রীতদাসদের পরিশ্রমের ফল। অর্থাৎ পিরামিড বানাতেন মিশরের ক্রীতদাসরা। পুরুলিয়াতে জন্ম নতুন দেবতার তবে গবেষণায় বলা হচ্ছে, পিরামিড তৈরি করা হত দক্ষ কারিগরদের দিয়ে। তাঁরাই প্রথমে পিরামিডের ডিজাইন তৈরি করতেন। তারপর বানানো