
ফের টাকার পাহাড় | ৪১৭ কোটি টাকা উদ্ধার
ব্যুরো নিউজ, ১৫ সেপ্টেম্বর: ফের টাকার পাহাড় | ৪১৭ কোটি টাকা উদ্ধার করল ED। রাজ্যে ফের টাকার পাহাড়। মহাদেব অ্যাপ নামে অনলাইন বেটিং সংস্থার দফতরে তল্লাশি চালায় ইডি। কলকাতা-সহ ভোপাল, মুম্বাই এই তিন জায়গায় তল্লাশি চালায় ইডি আধিকারিকরা। উদ্ধার করেন ৪১৭ কোটি টাকা ও প্রচুর পরিমাণ সোনা। দাবিহীন ১ লক্ষ কোটি টাকা পড়ে | দাবি জানাতে পারেন আপনিও অর্থ তছরুপ




















