
‘যোগীর অস্ত্র’ দীঘায় প্রয়োগ
ব্যুরো নিউজ: ‘যোগীর অস্ত্র’ দীঘায় প্রয়োগ। বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হল হোমস্টেগুলি। রাজ্যজুড়ে বিভিন্ন বিষয়ে দুর্নীতির পাহাড় সামনে এসেছে। দুর্নীতিতে কখনো নাম এসেছে নেতা মন্ত্রীদের, কখনো জড়িয়ে পড়ছেন প্রশাসনিক পদে থাকা আইপিএস অফিসাররা বিডিওরা। এবার এক চাঞ্চল্যকর ঘটনা সামনে আসলো। দীঘা শংকরপুর উন্নয়ন পর্ষদের পক্ষ থেকে রামনগর দু’নম্বর ব্লকে পুরুষোত্তমপুর গ্রামে তৈরি হয়েছিল চারটি হোমস্টে। লক্ষ্য ছিল মেয়েদের স্বনির্ভর করা।