
ইস্টবেঙ্গলের নতুন কোচ কারলেস কুয়াদ্রাত
অরূপ পাল, ২৫ এপ্রিলঃ (Latest News) ইস্টবেঙ্গলের নতুন কোচ কারলেস কুয়াদ্রাত। লোবেরা ল্যাজে খেলাচ্ছিলেন। কোচ হিসেবে ইমামি কর্তাদের পছন্দ ছিলেন তিনি। কিন্তু লোবেরা নিজে খুব একটা আগ্রহী ছিলেন না। যে চিনা ক্লাবের সঙ্গে তিনি যুক্ত রয়েছেন, সেখান থেকে রিলিস নেওয়ার চেষ্টাও খুব একটা করছিলেন না। অবস্থা বুঝে গত ক’দিন ধরেই কারলেস কুয়াদ্রাতের সঙ্গে কথাবার্তা চালাচ্ছিলেন ইস্টবেঙ্গল কর্তারা। অবশেষে লাল-হলুদের কোচ