
সারছে না পুরনো রোগ! কী বললেন স্প্যানিশ কোচ?
ব্যুরো নিউজ, ২৮ অক্টোবর: সারছে না পুরনো রোগ! কী বললেন স্প্যানিশ কোচ? ‘তারে ধরি ধরি মনে করি ধরতে গেলে আর পেলেম না’। লাল-হলুদ ব্রিগেডের জন্য যেনও ইহাই সত্য! গত বারেও আইএসএলে জেতার কাছাকাছি পৌঁছেও ১১ পয়েন্ট খুইয়েছিল লাল-হলুদ। ED-CBI-এর জালে কে, কখন, কীভাবে, কেন? আর এবারেও মাত্র চারটি ম্যাচ খেলেছে, এর মধ্যেই জেতার জায়গা থেকে ৬ পয়েন্ট খুইয়ে ফেলেছে ইস্টবেঙ্গল।