
তুরস্কের উপকূলে দেখা গেল ভূমিকম্পের দূত অরফিশ! এবার কি পৃথিবী ধ্বংসের দিকে যাচ্ছে?
তুরস্কের উপকূলে বিরল ও বিশাল ওয়ারফিশ (Oarfish) দেখা গেছে, যা স্থানীয়দের আতঙ্কিত করেছে। কারণ, ২০২৩ সালে তুরস্ক-সিরিয়ার ৭.৮ মাত্রার ভূমিকম্পের আগেও এই মাছ দেখা গিয়েছিল। এবারও এটি আসন্ন ভূমিকম্পের পূর্বাভাস কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। একইভাবে, মিয়ানমারের উপকূলে ওয়ারফিশের উপস্থিতি মানুষকে ভাবিয়ে তুলেছে। সাধারণত ২০০-১,০০০ মিটার গভীরে বসবাসকারী এই মাছ বড় ভূমিকম্প বা সুনামির আগে উপরে উঠে আসে বলে