
বছরভর দুর্গাপুজোর অপেক্ষায় থাকেন শেখ বাবর!
রাজীব ঘোষ, ১৯ অক্টোবর: বছরভর দুর্গাপুজোর অপেক্ষায় থাকেন শেখ বাবর! শুরু হয়ে গিয়েছে দুর্গাপুজো। শারদ উৎসবের এই দিনগুলোর জন্যই সারা বছর ধরে চরম ব্যস্ততার মধ্যেও অপেক্ষা করতে থাকেন আপামর বাঙালি। কবে আসবে দুর্গাপুজো? আর ঠিক একইভাবে দুর্গাপুজোর অপেক্ষা করেন বছরভর শেখ বাবর। দুর্গাপূজো এখন সর্বজনীন। শারদ উৎসবের সময় হিন্দু-মুসলমান নির্বিশেষে সকলেই একত্রিত হন। বিশেষ করে এই বাংলায়। সম্প্রীতির বহু নজির






























