
পুজো রাজবাড়ীর | মেতে ওঠেন এলাকাবাসী
রাজীব ঘোষ, ২২ অক্টোবর: পুজো রাজবাড়ীর | মেতে ওঠেন এলাকাবাসী কামানের তোপধ্বনিতে হতো মা দুর্গার আহ্বান। ষষ্ঠীতে বাড়ির উঠোনে কামানের এই তোপধ্বনি হতো। আর তার মধ্য দিয়েই দেবী দুর্গার আহ্বান হতো। ১৯৯৭ সাল পর্যন্ত এই রাজবাড়ীতে বলি দেওয়া হতো ১৪ টা পাঁঠা, দুটো ভেড়া, আখ এবং চালকুমড়ো। এই পুজো একেবারে প্রথম থেকেই জাকজমকপূর্ণ ছিল। জমিদার বাড়ির লাগোয়া প্রসন্নময়ী কালী মন্দিরে





























