
সোনাঝুরি হাট! অন্যরকম থিম ভাবনা নিউটাউনে
রাজীব ঘোষ, ২৩ অক্টোবর: সোনাঝুরি হাট! অন্যরকম থিম ভাবনা নিউটাউনে শান্তিনিকেতনের বিখ্যাত সেই সোনাঝুরি হাটের আদল যেনও তুলে আনা হল। ঠিক সেরকমই খুচরোপণ্য বিক্রেতারা তাদের পসরা সাজিয়ে বসে রয়েছেন। কি নেই সেই তালিকায়? সিল্কের শাড়ি থেকে শুরু করে কাঁথা স্টিচ, তাঁতের শাড়ি, বাটিকের শাড়ি, হ্যান্ডমেড জুয়েলারি, কাঠের বিভিন্ন জিনিস, এমনকি বিভিন্ন স্বাদের পাপড়ি, আচার, তার সঙ্গে রয়েছে পশ্চিম মেদিনীপুরের গহনা





























