
অবিবাহিত হয়েও কেন সিঁদুর খেললেন অভিনেত্রী? কারণ শুনলে অবাক হবেন
ব্যুরো নিউজ ১৪ অক্টোবর : রীতি অনুযায়ী, বিবাহিত মহিলারাই সাধারণত দেবীবরণ করেন। কিন্তু বেশ কয়েক বছর ধরে এই নিয়মে পরিবর্তন এসেছে। বর্তমানে অবিবাহিত মহিলারাও এই প্রথা ভেঙে উমার বিদায়বেলায় দেবীর বরণ করেন। এবার এই পথে হাঁটলেন স্বস্তিকা দত্ত। অবিবাহিত হয়েও কেন তিনি সিঁদুর খেললেন? পুজোর শেষে বর্ষার ছোঁয়া গোটা বাংলা তিনি জানিয়েছেন তার ‘দারুণ’ কারণ স্বস্তিকা বলেন, “নারীশক্তির জয় উদযাপন