
করোনাকালে স্কুলছুট, ফিরিয়ে আনছেন অধ্যাপক সুমিত
মহামারীর সময়ে প্রায় দু’বছর ধরে ছাত্র-ছাত্রীদের পড়াশোনার অনেকতাই ক্ষতি হয়েছে। ড্রপআউট অর্থাৎ স্কুলছুট ছাত্র -ছাত্রীদের সংখ্যাও এক লাফে বেড়ে গিয়েছিল অনেকটাই। বিশেষকরে আর্থিকভাবে পিছিয়ে থাকা পরিবার গুলির বহু ছেলে মেয়ে পড়াশোনা ছেড়ে দিয়েছিল। তেমনি একটি এলাকা হল বালুরঘাট শহর লাগোয়া মঙ্গলপুর আদিবাসী পাড়া।এই এলাকায় বেশিভাগ পরিবারই দারিদ্র সীমার নিচে। সেইসব স্কুলছুট ছেলে মেয়েদের করোনার অতি মারির সময় এই এলাকার বহু