
খুব শীঘ্রই ছুটবে চালকবিহীন মেট্রো
ব্যুরো নিউজ, ৩১ মে : আর কয়েক মাসের অপেক্ষা। তারপরই চালবিহীন মেট্রো ছুটবে। তবে সেটা কলকাতায় নয় বেঙ্গালুরুতে। প্রাথমিকভাবে এর জন্য পরীক্ষা-নিরীক্ষা শুরু হয়েছে বলে জানিয়েছে বিএমআরসিএল। সিংগন্যাল পরীক্ষা শুরু হবে আগামী ৭ জুন থেকে। ডিসেম্বর মাসেই আরভি রোড থেকে বোমাসান্দ্রা রুটে, অর্থাৎ, ইয়েলো লাইনে চালকবিহীন ট্রেন ছুটবে বলে বেঙ্গালুরু মেট্রোর উর্ধ্বতন কর্তারা জানিয়েছেন। আর্থিক প্রতারণার অভিযোগ সানি দেওলের বিরুদ্ধে