
মালবাহী ট্রেনের ধাক্কায় মৃত্যু হল গর্ভবতী হাতি
ইভিএম নিউজ ব্যুরো, ১০ অগাস্টঃ (Latest News) ডুয়ার্সের চাপরামারি অভয়ারন্যের ভেতর মালবাহী ট্রেনের ধাক্কায় মৃত্যু হল গর্ভবতী হাতির। দুর্ঘটনা এতটাই মর্মান্তিক যে, ট্রেনের ধাক্কার গর্ভবতী হাতির পেট থেকে শাবক বেরিয়ে আসে।বুধবার রাত আড়াইটে নাগাদ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। এই প্রসঙ্গে, বন্যপ্রাণ বিভাগের উত্তরবঙ্গের মুখ্য বনপাল রাজেন্দ্র জাখর জানান, আলিপুরদুয়ারের দলগাওঁ থেকে ডলোমাইট বোঝাই ট্রেন ডুয়ার্স দিয়ে শিলিগুড়ির দিকে যাচ্ছিল জঙ্গলপথে। যে