
৫২ তো কী! মা হতে চান দোলন
ইভিএম নিউজ ব্যুরোঃ মাতৃত্বেই নারীজীবনের পূর্ণ বিকাশ। বিশ্বসুন্দরীর মুকুট পরার আগে মঞ্চে দাঁড়িয়ে ঠিক এই কথাটা বলেই বিশ্বের হৃদয় নাড়িয়ে দিয়েছিলেন সুস্মিতা সেন। আর সেটা যে নারী-মনের সর্বজনীন বাসনা, এবার সেটাই বোঝা গেল টলিউড আর ছোটপর্দার অভিনেত্রী দোলন রায়ের মন্তব্যে। সম্প্রতি একটি বেসরকারি বিনোদন চ্যানেলের রিয়্যালিটি শো-এ মা হতে চেয়ে মনের দীর্ঘদিনের ইচ্ছেটা খুল্লমখুল্লা প্রকাশ করে দিয়েছেন, অভিনেত্রী দোলন রায়।