
দোল উৎসবের প্রাক্কালে নদীয়ার শান্তিপুরে দেদার বিক্রি হচ্ছে গোপাল ও রাধা কৃষ্ণমূর্তি
মাধব দেবনাথ, নদীয়া ৬ মার্চঃ দোল উৎসবের প্রাক্কালে নদীয়া জেলা জুড়ে সাজো সাজো রব। কারণ এই সময়ে সেখানে বহু বাড়িতেই গোপাল বা রাধাকৃষ্ণর পূজো হয়। তাই এই সময় গোপাল বা রাধাকৃষ্ণ মূর্তির চাহিদাও বেশ খানিকটা বেশি হয়। শুধু শান্তিপুরে ই এই দোলের সময় কয়েক হাজার বাড়িতে গোপাল বা রাধাকৃষ্ণর পূজো করা হয়। তাই পটুয়ারা এখন ভীষণ ব্যস্ত। মূর্তি তৈরি শেষ।





















